Key: Em Intro: Em Am Em বাঁধন ছাড়া পথে ডাকলো যখন Em Am Em আমার বাউল মন বোঝেনি তখন, Em D সেই পথেই আবার ধুলো মেখে বারবার C B7 Em ছিঁড়ে হার মানা হার দুনয়ন, দেখেনি, Am Em ও হো হো মাইল-স্টোন Am Em ও হো হো মাইল-স্টোন, B7 Em পথে পড়ে থাকা মাইলস্টোন।
Verse 1: Em D জীবনের পথ এটা ওয়ানওয়ে ট্রাফিক C Em পিছোনো যাবে না, খোলা একটাই দিক, Em Am B7 শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে B7 Am Em দুটো পা অনিশ্চিত আগামী দিনে, Em D Em D Em মা বাবার নীতি কথা, প্রেমিকার দেওয়া ব্যথা Em D Em D Em মা বাবার নীতি কথা, প্রেমিকার দেওয়া ব্যথা, Em Am B ফিরে দেখা বিলাসিতা আজ এখন। Em D সেই পথেই আবার ধুলো মেখে বারবার C B7 Em ছিঁড়ে হার মানা হার দুনয়ন, দেখেনি, Am Em ও হো হো মাইল-স্টোন Am Em ও হো হো মাইল-স্টোন, B7 Em পথে পড়ে থাকা মাইলস্টোন। Verse 2: Em D রাজপথে ছবি আঁকে বাসের চাকা C Em আগামীর ছবি আজ কুয়াশা ঢাকা, Em Am B7 জীবনের অধিকার, হাজার স্লোগান B7 Am Em পুলিশের গুলিতে মরে অনির্বান, Em D Em D Em পৌলমী কখনো বা পথ ভোলা জনসভা Em D Em D Em পৌলমী কখনো বা পথ ভোলা জনসভা, Em Am B কখনো নীলাঞ্জনা চলার কারণ। Outro: Em D সেই পথেই আবার ধুলো মেখে বারবার C B7 Em ছিঁড়ে হার মানা হার দুনয়ন, দেখেনি, Am Em ও হো হো মাইল-স্টোন Am Em ও হো হো মাইল-স্টোন