
Rajlokhi O Srikanto - Amar Etuk Sudhu Chaoa আমার এটুক শুধু চাওয়া chords by Soundtracks 🎦
Guitar chords with lyrics
Key: Em Chorus: Em আমার এটুক শুধু চাওয়া ভরা দীঘির জলে নাওয়া D Am Em বট অশ্বত্থ পাতায় ছাওয়া কৃপণ শেষ বসন্ত হাওয়া। Em আমার এটুক শুধু চাওয়া ভরা দীঘির জলে নাওয়া D Am Em বট অশ্বত্থ পাতায় ছাওয়া কৃপণ শেষ বসন্ত হাওয়া। Verse 1: Em আমি একটা বেছে নেবো না হয় তুমিও খানিক ভেবো D Am Em শেষে অস্তমিত কবর খানায় শরীর রেখে দেবো। Em আমি একটা বেছে নেবো না হয় তুমিও খানিক ভেবো D Am Em শেষে অস্তমিত কবর খানায় শরীর রেখে দেবো। Em বলো তুমিও কি চাও যেতে? এই কৃপণ হাওয়ায় মেতে D Em সারি-সারি মৃতের শয়ন কক্ষ কাছে পেতে। Em বলো তুমিও কি চাও যেতে? এই কৃপণ হাওয়ায় মেতে D Em সারি-সারি মৃতের শয়ন কক্ষ কাছে পেতে।
Rate this tab!
Verse 2: Em ছাড়ো এসব কথা রাখো কোন বান্ধবীকে ডাকো D Am Em তার হৃদয় ঘেঁষে বসি তার শিরায় আউশ চষি। Em ছাড়ো এসব কথা রাখো কোন বান্ধবীকে ডাকো D Am Em তার হৃদয় ঘেঁষে বসি তার শিরায় আউশ চষি। Em জানি আউশ চষা বারণ তবু তোমার কথা রাখি D Em দগ্ধ দেশে ধংস স্তুপে পুষছি দোয়েল পাখি। Em জানি আউশ চষা বারণ তবু তোমার কথা রাখি D Em দগ্ধ দেশে ধংস স্তুপে পুষছি দোয়েল পাখি। Outro: Em শেষে এটুক থাকে চাওয়া ভরা দীঘির জলে নাওয়া D Am Em বট অশ্বত্থ পাতায় ছাওয়া কৃপণ শেষ বসন্ত হাওয়া। D Am Em শেষে অস্তমিত কবর খানায় শরীর রেখে যাওয়া।
Published:
Last updated:
What is this?
Learn how to play "Rajlokhi O Srikanto - Amar Etuk Sudhu Chaoa আমার এটুক শুধু চাওয়া" by Soundtracks 🎦 with our easy-to-follow guitar chords guide. Build confidence, sharpen your technique, and enjoy playing guitar.Who Is This Page For?
This guitar chords tutorial for "Rajlokhi O Srikanto - Amar Etuk Sudhu Chaoa আমার এটুক শুধু চাওয়া" by Soundtracks 🎦 is crafted for all musicians players ready to learn and grow. Whether you're just starting or refining your skills, this guide meets you where you are.Why This Page Is Perfect for You
No matter your skill level, this page is a valuable resource for improving your guitar chords playing.What You Will Gain
By using our guitar chords, you’ll not only learn to play "Rajlokhi O Srikanto - Amar Etuk Sudhu Chaoa আমার এটুক শুধু চাওয়া" by Soundtracks 🎦 with accuracy and style, but you'll also elevate your overall musicianship. Explore our full archive of guitar chords for more songs, skills, and inspiration.Your last visited songs
- Puddle Of Mudd Thinking About You - tabs
- Misc Soundtrack Dbbd950738fef9a9a177329c6e4b56ff Pozegnanie Z Bajka - tabs
- Misc Soundtrack Parks And Recreation Title Theme - tabs
- Misc Soundtrack Swiss Army Man A Better Way - tabs
- Misc Soundtrack The Decemberists Everything I Try To Do Nothing Seems To Turn Out Right - tabs