Key: C Verse 1: C Am F বেশ তো ছিলি অন্য দেশে মাখলি কেন জল Dm G Em Am ডুবছি ভাসছি এই দরিয়ায় চলছি অনর্গল C Am F বেশ তো ছিলি অন্য দেশে মাখলি কেন জল Dm G Em Am ডুবছি ভাসছি এই দরিয়ায় চলছি অনর্গল C Am F অভিমানে অভিযোগে ফিরিয়ে দেবার ছল Dm G Em Am হাসির দমক লাগছে গায়ে আমার চোখেও জল
Pre-Chorus: Am আমি তোর কুরবেতের আশায়, G ঘরময় রঙ মাখিয়ে যাই Am F G তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। Chorus: C G হে কিসমাতে বানানো তোর লেখায় Am G আবারও ভুল করে কাটাকুটি খেলায় C G তোর কিছু বানানো নাম ধরে Am F G Am আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়। Verse 2: C F এক’পা-দু’পা ট্রামের মতও চোখের কাছে আয় Dm G Em Am উড়িয়ে দেবার আগেই আমি আবার হোঁচট খাই C F ভোর রাতে তোর জানলা ভেঙ্গে শব্দ চলাচল Dm G Em Am ক্লান্ত নোঙর মুখ ফেরালে আমার কথা বল। Pre-Chorus: Am আমি তর খুব সহজ বুকে, G আমার এই হাত পুড়িয়েছি Am F G তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। Chorus: C G হে কিসমাতে বানানো তোর লেখায় Am G আবারও ভুল করে কাটাকুটি খেলায় C G তোর কিছু বানানো নাম ধরে Am F G আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়। C G O কিসমাতে বানানো তোর লেখায় Am G আবারও ভুল করে কাটাকুটি খেলায় C G তোর কিছু বানানো নাম ধরে Am F G Am আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়।