D উড়বো বলে ঝাপ দিয়েছি মরবো না কে জানে A D এই আমায় দেখে হঠাত করে চমকে ওঠার মানে D সে তো সবাই জানে G A D সবাই জানে অংক কঠিন মিলবে না একটাও (২) A D আমার তোমায় দেখে আঁশ মেটেনা কোথায় যাবে যাও D আমায় অন্ধ করে দাও A
আমায় অন্ধ করে দাও G A D আমার দৃষ্টি কেড়ে নাও গো আমায় অন্ধ করে দাও D আমায় অন্ধ করে দাও A আমায় অন্ধ করে দাও G A D তুমিই তো সব দাও গো আমায় অন্ধ করে দাও D মন ভেঙে দাও মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে A D আমি খুন খারাবি চাইনা এমন মন খারাপে পেলে D কেমন বেয়াক্কেলে G A D বেয়াক্কেলের শুনলে কথা জ্বলবে তোমার গাও G A D বেয়াক্কেলের বড্ড জ্বালা আরেকটা গান গাও A D আমি জ্বলবো তবু ছাই হবোনা সেই বাঁশি বাজাও D আমায় পাগল করে দাও A এবার পাগল করে দাও G A D উড়ন্ত সব নেশার মত পাগল করে দাও D আমায় অন্ধ করে দাও A আমায় অন্ধ করে দাও G A D ওগো তুমিই তো সব দাও গো আমায় অন্ধ করে দাও D আমার দৃষ্টি কেড়ে নাও A আমায় অন্ধ করে দাও G A D ওগো তুমিই তো সব দাও গো আমায় অন্ধ করে দাও D আমায় পাগল করে দাও A আমায় পাগল করে দাও G A D ওগো তুমিই তো সব দাও গো আমায় পাগল করে দাও D লক্ষ বছর ঘুম আসেনি জল জোটেনি ঠোটে A D তুমি আমার পেটে মারলে লাথি রাগ হবেনা মোটে D আমি ফুল ফোটাবো G A D এবারে ফুল ফোটাবোনা হুল ফোটাবো কোনটা তুমি চাও G A D ফুল ফোটাবোনা হুল ফোটাবো কোনটা তুমি চাও G A D খেলাতে বারন চোখের পলক ফেলা চোখের জল আটকাও D আমায় ধ্বংস করে দাও A এবার ধ্বংস করে দাও G A D তুমিই তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও D আমায় পাগল করে দাও A আমায় পাগল করে দাও G A D উড়ন্ত সব নেশার মত পাগল করে দাও D অন্ধ করে দাও আমার A দৃষ্টি কেড়ে নাও G A D তুমিই তো সব দাও গো আমায় অন্ধ করে দাও D আমায় পাগল করে দাও A আমায় পাগল করে দাও G A D তুমিই তো সব দাও গো আমায় অন্ধ করে দাও