Key: C ♫ Verse: C Em পায়ে পায়ে বেগ, ভালোবাসা মেঘ Em D ছুঁয়ে দিক, ছুঁয়ে দিক C Am আসমানে চল, তারাদের দল Em D ছুঁয়ে দিক, তোকে ছুঁয়ে দিক। C
বাড়িঘর, ভারী জ্বর Em বালিঝড়ে বৈঠা ভাঙে Am D দেখো উড়ে আসছে গাঙে, মৌমাছিপাল। C অল্প আঁচে গল্পগুলো Em Am এই হাওয়াতে পাখনা ছুঁলো, দামাল D তবে নাকি বেসামাল। Em G আলোতে চল, আরও আলোতে চল Am D মেলে ধরি আয় সামিয়ানা Em G এই মহাদেশ, হবে এইখানে শেষ Am D আমাদের নেই নেই, নেই সীমানা।। Em G রাত আসে নেমে, আমি তুমি Am D ঠোঁটে রেখে ঠোঁট, চোখ বুজে রই Em G এইবারে থেমে, আমি তুমি Am D সুখেদের ভিড়ে, যন্ত্রনা হই। ♫ Chorus: C আরও প্রেম, আরো প্রেম Em আলো কমে যাচ্ছে মানে Am D জোনাকিরা রাস্তা জানে, মনপাহাড়ে। C উল্টোস্রোতে পাখনাবাজি Em Am তুই পোড়ালে পুড়তে রাজি, বারে D আর কত বাহারে। ♫ Bridge: Em G আলোতে চল, আরও আলোতে চল Am D মেলে ধরি আয় সামিয়ানা Em G এই মহাদেশ, হবে এইখানে শেষ Am D আমাদের নেই নেই, নেই সীমানা।। Em G Am D Em D